কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?

কালিদাস রায়

জীবনানন্দ দাশ

সুকান্ত ভট্টাচার্য

বন্দে আলী মিয়া


Description (বিবরণ) :

প্রশ্ন: কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?

ব্যাখ্যা:

জীবনানন্দ দাশ (১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪) (৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য।


Related Question

কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

বারীন্দ্রকুমার ঘোষ

রবীন্দ্রনাথ ঠাকুর

বীরজাসুন্দরী দেবী

মুজাফফর আহমদ

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

মৃত্যুক্ষুধা

আলেয়া

ঝিলিমিলি

মধুমালা

কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?

অগ্নিকোণ

মরুশিখা

মরুসূর্য

রাঙাজবা