কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

বারীন্দ্রকুমার ঘোষ

রবীন্দ্রনাথ ঠাকুর

বীরজাসুন্দরী দেবী

মুজাফফর আহমদ


Description (বিবরণ) :

প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

ব্যাখ্যা:

কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।

সঞ্চিতা (কাব্যগ্রন্থ)

সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য - সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্‌ চল্‌ চল্‌’ প্রভৃতি প্রধান।

গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।

সঞ্চিতা

লেখক কাজী নজরুল ইসলাম
দেশ ভারত, বাংলাদেশ
ভাষা বাংলা
ধরন কবিতা
মিডিয়া ধরন মুদ্রিত গ্রন্থ
পৃষ্ঠাসংখ্যা ১৭৮ (বাংলাদেশ সংস্করণ)

এক নজরে - কাজী নজরুল ইসলাম

জীবন পর্ব
  • প্রাথমিক জীবন(১৮৯৯ - ১৯১৭)
  • সৈনিক জীবন (১৯১৭–১৯২০)
  • সাহিত্য জীবন (১৯২০–১৯৪২)
  • অসুস্থতা (১৯৪২–১৯৭৬)
দৃষ্টিভঙ্গি
  • রাজনৈতিক মতাদর্শ
সৃষ্টিকর্ম কবিতা
  • অগ্নিবীণা (১৯২২)
  • সঞ্চিতা (১৯২৫)
  • ফনীমনসা (১৯২৭)
  • চক্রবাক (১৯২৯)
  • সাতভাই চম্পা (১৯৩৩)
  • নির্ঝর (১৯৩৯)
  • নতুন চাঁদ (১৯৩৯)
  • মরুভাস্কর (১৯৫১)
  • সঞ্চয়ন (১৯৫৫)
  • নজরুল ইসলাম ইসলামী কবিতা (১৯৮২)

কবিতা ও সংগীত

  • দোলন - চাঁপা (১৯২৩)
  • বিষের বাঁশি (১৯২৪)
  • ভাঙ্গার গান (১৯২৪)
  • ছায়ানট (১৯২৫)
  • চিত্তনামা (১৯২৫)
  • সাম্যবাদী (১৯২৬)
  • পুবের হাওয়া (১৯২৬)
  • সর্বহারা (১৯২৬)
  • সিন্ধু হিন্দোল (১৯২৭)
  • জিঞ্জীর (১৯২৮)
  • প্রলয় শিখা (১৯৩০)
  • শেষ সওগাত (১৯৫৮)

সংগীত

  • বুলবুল (১৯২৮)
  • সন্ধ্যা (১৯২৯)
  • চোখের চাতক (১৯২৯)
  • নজরুল গীতিকা (১৯৩০)
  • নজরুল স্বরলিপি (১৯৩১)
  • চন্দ্রবিন্দু (১৯৩১)
  • সুরসাকী (১৯৩২)
  • বনগীতি (১৯৩১)
  • জুলফিকার (১৯৩১)
  • গুল বাগিচা (১৯৩৩)
  • গীতি শতদল (১৯৩৪)
  • সুর মুকুর (১৯৩৪)
  • গানের মালা (১৯৩৪)
  • স্বরলিপি (১৯৪৯)
  • বুলবুল দ্বিতীয় ভাগ (১৯৫২)
  • রাঙ্গা জবা (১৯৬৬)

ছোট গল্প

  • ব্যথার দান (১৯২২)
  • রিক্তের বেদন (১৯২৫)
  • শিউলি মালা (১৯৩১)

উপন্যাস

  • বাঁধন হারা (১৯২৭)
  • মৃত্যুক্ষুধা (১৯৩০)
  • কুহেলিকা (১৯৩১)

নাটক

  • ঝিলিমিলি (১৯৩০)
  • আলেয়া (১৯৩১)
  • পুতুলের বিয়ে (১৯৩৩)
  • মধুমালা (১৯৬০)
  • ঝড় (১৯৬০)
  • পিলে পটকা পুতুলের বিয়ে (১৯৬৪)

প্রবন্ধ এবং নিবন্ধ

  • যুগবানী (১৯২৬)
  • ঝিঙ্গে ফুল (১৯২৬)
  • দুর্দিনের যাত্রী (১৯২৬)
  • রুদ্র মঙ্গল (১৯২৭)
  • ধূমকেতু (১৯৬১)

অনুবাদ এবং বিবিধ

  • রাজবন্দীর জবানবন্দী (১৯২৩)
  • দিওয়ানে হাফিজ (১৯৩০)
  • কাব্যে আমপারা (১৯৩৩)
  • মক্তব সাহিত্য (১৯৩৫)
  • রুবাইয়াৎ - ই - ওমর খৈয়াম (১৯৫৮)
  • নজরুল রচনাবলী ১ - ৪ খন্ড (১৯৯৩)

পরিচালিত চলচ্চিত্র

  • ধূপছায়া
  • বিদ্যাপতি(১৯৩৭) - কাহিনীকার
  • সাপুড়ে (১৯৩৯) - কাহিনীকার

সঙ্গীত পরিচালনা ও গীতিকার

  • জামাই ষষ্ঠী (১৯৩১)
  • পাতালপুরী (১৯৩৫)
  • গৃহদাহ (১৯৩৬)
  • গ্রহেরফের (১৯৩৭)
  • বিদ্যাপতি(১৯৩৭)
  • গোরা (১৯৩৮)
  • হাল বাংলা (১৯৩৮)
  • সাপুড়ে (১৯৩৯)
  • রজতজয়ন্তী (১৯৩৯)
  • নন্দিনী (১৯৪১)
  • অভিনয় (১৯৪১)
  • দিকশূল (১৯৪১)
  • মদিনা (১৯৪১)
  • চৌরঙ্গী (১৯৪২)
  • দিলরুবা (১৯৪২)

চলচ্চিত্র সংশ্লিষ্ঠতা

  • ‘জ্যোৎস্নার রাত’ (১৯৩১)
  • ‘প্রহ্লাদ’ (১৯৩১)
  • ‘ঋষির প্রেম’ (১৯৩১)
  • ‘বিষ্ণুমায়া’ (১৯৩২)
  • ‘চিরকুমারী’ (১৯৩২)
  • ‘কৃষ্ণকান্তের উইল’ (১৯৩২)
  • ‘কলঙ্ক ভঞ্জন‘ (১৯৩২)
  • ‘ধ্রুব‘ (১৯৩৩)
  • ‘রাধাকৃষ্ণ’ (১৯৩৩)
  • ‘জয়দেব’ (১৯৩৩)
অভিযোজন
  • বিদ্রোহী কবি নজরুল ইসলাম (তথ্যচিত্র)
  • বিদ্রোহী কবি (তথ্যচিত্র)
  • কাজী নজরুল ইসলাম (তথ্যচিত্র) - ভারত সরকার
  • কবি নজরুল (তথ্যচিত্র)
  • কাজী নজরুল ইসলাম (তথ্যচিত্র) - চ্যানেল ফোর
  • নজরুল (তথ্যচিত্র)
  • মৃত্যুক্ষুধা (ধারাবাহিক নাটক)
  • জিনের বাদশাহ (চলচ্চিত্র)
  • মেহের নেগার
  • রাক্ষুসী (চলচ্চিত্র)
  • লিচু চোর (চলচ্চিত্র)
  • খুকি ও কাঠবিড়ালী (চলচ্চিত্র)
  • মৃত্যুক্ষুধা (চলচ্চিত্র)
  • ব্যথার দান (চলচ্চিত্র)
  • পদ্মগোখরা (চলচ্চিত্র)
স্থান
  • আসানসোল
  • ত্রিশাল
  • কুমিল্লা
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
পরিবার
  • প্রমীলা দেবী
  • কাজী অনিরুদ্ধ
  • কাজী সব্যসাচী
  • অরিন্দম খালেদ
  • খিলখিল কাজী
  • কৃষ্ণ মোহাম্মদ

স্মারক

  • নজরুল ইন্সটিটিউট
  • নজরুল একাডেমি
  • বুলবুল ললিতকলা একাডেমি
  • বাংলাদেশ নজরুল সেনা
  • কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর
  • কবি নজরুল মেট্রো স্টেশন
  • কাজী নজরুল ইসলাম এভিনিউ
  • কাজী নজরুল ইসলাম সরণি
  • নজরুল চত্বর


Related Question

কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি?

বাউন্ডেলের আত্মকাহিনী

রাজবন্দীর জবানবন্দী

মৃত্যুক্ষুধা

বাঁধন হারা

কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ?

মৃত্যুক্ষুধা

পথের দাবী

চোখের বালি

পথের পাচালি