জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

হারারে, ১৯৮৯ সালে

বেলগ্রেডে, ১৯৬১ সালে

হাভানা, ১৯৭৩ সালে

কায়রো, ১৯৭০ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

ব্যাখ্যা:

জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় ।


Related Question

জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়--

১৯৪৮ সালে

১৯৫০ সালে

১৯৫৫ সালে

১৯৬১ সালে

জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

কাঠমন্ডু

থিম্পু

বেলগ্রেড

ইসলামাবাদ