জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?

দিল্লী

ডারবান

ঢাকা

বাকুতে


Description (বিবরণ) :

প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?

ব্যাখ্যা: জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সরকার এ সম্মেলন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করলে সম্মেলন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। চতুর্দশ সম্মেলন - ১১ - ১৬ সেপ্টেম্বর ২০০৬ কিউবার রাজধানী হ্যাভানায় ,পঞ্চদশ সম্মেলন ১১ - ১৬ জুলাই ২০০৯ মিশরের কায়রোতে, ষোড়শ সম্মেলন ২৬ - ৩১ আগস্ট ২০১২ ইরানের তেহরানে এবং সপ্তদশ সম্মেলন ১৭ - ১৮ সেপ্টেম্বর ২০১৬ ভেনিজুয়েলার মারগারিতায় অনুষ্ঠিত হয় । পরবর্তী অষ্টাদশ সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে।


Related Question

জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

হারারে, ১৯৮৯ সালে

বেলগ্রেডে, ১৯৬১ সালে

হাভানা, ১৯৭৩ সালে

কায়রো, ১৯৭০ সালে

জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়--

১৯৪৮ সালে

১৯৫০ সালে

১৯৫৫ সালে

১৯৬১ সালে

জোট নিরপেক্ষ প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

কাঠমন্ডু

থিম্পু

বেলগ্রেড

ইসলামাবাদ