পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?
১৫,৪০,৩৬,১০০ জন
১৪,৯৭,৭২,৩৬৪ জন
১৫,০১,০২,১০০ জন
১৫,৯০,১২,৩৬৪ জন
Description (বিবরণ) :
প্রশ্ন: পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?
ব্যাখ্যা:
পঞ্চম আদমশুমারীর চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪, ৯৭, ৭২, ৩৬৪ জন।
বাংলাদেশে অনুষ্ঠিত ৫ম জনশুমারি, যা ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ সালে ৫দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১০ বছর পর পর জনশুমারি পরিচালনা করে থাকে।
২০১১ জনশুমারি তিন পর্যায়ে সম্পন্ন হয়েছে— এক. মূল গণনা, দুই. পোস্ট এনুমারেশন চেক তিন. সাধারণ গণনা: একটি নির্দিষ্ট এলাকা যাচাই। ১৬ জুলাই ২০১১ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪২, ৩১৯, ০০০ জন, জনসংখ্যা বৃদ্ধির হার ১৪.৪% এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪%। ১৫ বছরের উর্ধ্ব নারী - পুরুষের স্বাক্ষরতা হার ছিল ৫৩.০%।
Related Question
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
১৬ ফেব্রুয়ারি
২৭ ফেব্রুয়ারি
২ মার্চ
৪ মার্চ
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
নভেম্বর ২০০৩ ভারতের ব্যাঙ্গালোর
ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদ
সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
বাংলাদেশ পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন বসে?
৫ এপ্রিল ১৯৯১
১৩ এপ্রিল ১৯৯১
২৩ এপ্রিল ১৯৯১
৩০ এপ্রিল ১৯৯১
”পঞ্চম স্বর”-এর অর্থ কী?
কোকিলের সুরলহরী
পল্লব
পায়ের পাতা
দেবতার আরাধনা
অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে?
জমি থেকে বাড়ি দেখা যায়
তিনি বইটি কিনে এনেছেন
লোকটি হঠাৎ লাফ দিল
ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে