নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে?
United Nation
APEC
European Union
OPEC
Description (বিবরণ) :
প্রশ্ন: নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে?
ব্যাখ্যা:
OPEC বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রন করে।
ওপেক: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। ১৯৭০ সাল থেকে বিশ্বের জ্বালানি তেলের বাজারে ওপেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বর্তমান সদস্য ১৩ টি। ১ জানুয়ারী ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারী২০২০ এ ইকুয়েডর সদস্য পদ ছেড়ে দেয়।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?
আমি আর গেলাম না
এবার মাছ ধরা যাক
আম বোধ হয় পেঁকেছে
কুকুর লোকটিকে কামড়ালো
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
৯১
১৪৩
৪৭
৮৭
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----
পেট্রোলিয়াম
কয়লা
প্রাকৃতিক গ্যাস
বায়োগ্যাস
নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?
অর্থনৈতিক মন্দা
মুদ্রাস্ফীতি
মূল্যহ্রাস
বাজেট ঘাটতি
নিচের কোন উক্তিটি সঠিক?
বায়ু একটি যৌগিক পদার্থ
বায়ু একটি মৌলিক পদার্থ
বায়ু একটি মিশ্র পদার্থ
বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়