বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ট্রপোমন্ডল (Troposphere)
স্ট্রাটোমন্ডল (Stratosphere)
মেসোমন্ডল (Mesosphere)
তাপমন্ডল (Troposphere)
Description (বিবরণ) :
প্রশ্ন: বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ব্যাখ্যা: ট্রপোমণ্ডল (Troposphere) স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের ,বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠে থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬ - ১৯ কিমি. এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
Related Question
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
কার্বন-ডাই-অক্সাইড
জলীয় বাষ্প
CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
নাইট্রিক অক্সাইড
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
অক্সিজেন
হিলিয়াম
ওজোন
নাইট্রোজেন
বায়ুমন্ডলের স্তর কয়টি ?
৩টি
৪টি
৫টি
৬টি
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
কার্বন ডাই-অক্সাইড
জলীয় বাষ্প
নাইট্রিক অক্সাইড
ক্লোরোফ্লোরো কার্বন
বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
হিলিয়াম
ওজোন
অক্সিজেন
নাইট্রোজেন
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম -
ট্রপোমন্ডল
আয়নোমন্ডল
স্ট্রাটোমন্ডল
এক্সোস্ফিয়ার