বায়ুমন্ডলের স্তর কয়টি ?
৩টি
৪টি
৫টি
৬টি
Description (বিবরণ) :
প্রশ্ন: বায়ুমন্ডলের স্তর কয়টি ?
ব্যাখ্যা: ভূ - পৃষ্ঠ একটি বায়বীয় আবরণ দ্বারা বেষ্টিত। এ বায়বীয় আবরণই হলো বায়ুমণ্ডল। ভূ - ত্বক হতে উপরের দিকে এর গভীরতা প্রায় ১৬১০ কিমি। বায়ুমন্ডল চার স্তর বিশিষ্ট। যথা - ট্রপোমণ্ডল ,স্ট্রাটোমণ্ডল , আয়নমণ্ডল ও মেসোমণ্ডল।
Related Question
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
কার্বন-ডাই-অক্সাইড
জলীয় বাষ্প
CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
নাইট্রিক অক্সাইড
বায়ুমন্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
অক্সিজেন
হিলিয়াম
ওজোন
নাইট্রোজেন
বায়ুমন্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
কার্বন ডাই-অক্সাইড
জলীয় বাষ্প
নাইট্রিক অক্সাইড
ক্লোরোফ্লোরো কার্বন
বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
হিলিয়াম
ওজোন
অক্সিজেন
নাইট্রোজেন
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম -
ট্রপোমন্ডল
আয়নোমন্ডল
স্ট্রাটোমন্ডল
এক্সোস্ফিয়ার
বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?
ট্রপোমন্ডল (Troposphere)
স্ট্রাটোমন্ডল (Stratosphere)
মেসোমন্ডল (Mesosphere)
তাপমন্ডল (Troposphere)