অ্যামনেস্টি ইন্টারন্যশনাল- এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক?

ভারত

পাকিস্তান

বাংলাদেশ

আফগানিস্তান


Description (বিবরণ) :

প্রশ্ন: অ্যামনেস্টি ইন্টারন্যশনাল- এর মহাসচিব আইরিন খান কোন দেশের নাগরিক?

ব্যাখ্যা:

মানবাধিকার সংরক্ষণের একটি আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এর মহাসচিব ছিলেন আইরিন খান।

তিনি বাংলাদেশের নাগরিক। ৩১ ডিসেম্বর ২০০৯ অবসরে যান।

বর্তমান মহাসচিব সলিল শেঠি, তিনি ২০১০ এ দায়িত্ব গ্রহণ করেন।


Related Question

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য--

শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া

দুর্ততদের সাহায্য দেয়া

শিশুদের সাহায্য দেয়া

মানবাধিকার সংক্ষরণ করা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য--

শিক্ষাক্ষেত্রে সাহাস্য দেয়া

দুর্ততদের সাহায্য দেয়া

শিশুদের সাহায্য দেয়া

মানবাধিকার সংক্ষরণ করা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লক্ষ্য -

শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া

‌দুর্গতদের সহায়তা প্রদান

শিশুদের সাহায্য দেয়া

মানবাধিকার সংরক্ষণ করা

নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত?

প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা রোধ

পরিবেশ সংরক্ষণ

মানবাধিকার সংরক্ষণ

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ