'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
প্রমথ চৌধুরী
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
সুধীন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
ব্যাখ্যা:
বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। প্রমথ চৌধুরী বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক। তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেন। তিনি সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তন করেন।
Related Question
'বীরবল' ছদ্মনামটি কার ?
প্রমথ চৌধুরী
সিরাজু ইসলাম চৌধুরী
মোতাহার হোসেন চৌধুরী
মুনীর চৌধুরী
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
প্রমথনাথ বিশী
প্রমথ চৌধুরী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ নাথ বসু
'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------
প্রমথ চৌধুরী
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
সুধীন্দ্রনাথ দত্ত
নবীনচন্দ্র সেন
' বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
কাব্য
নাটক
উপন্যাস
প্রবন্ধ
' বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
মুনীর চৌধুরী
সমরেশ বসু
প্রমথ চৌধুরী
'বীরবল' কার ছদ্মনাম ?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বলাইচাঁদ মুখোপাধ্যায়
সমরেশ বসু