'উত্তপ্ত' শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
শৈত
শীত
বরফ
শীতল
Description (বিবরণ) :
প্রশ্ন: 'উত্তপ্ত' শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
ব্যাখ্যা:
উত্তপ্ত শব্দের অর্থ - অত্যন্ত তপ্ত, খুব গরম প্রভৃতি। উত্তপ্ত এর বিপরীতার্থক শব্দ শীতল। শীতল শব্দের অর্থ - ঠান্ডা, শান্ত, প্রভৃতি।
Related Question
'উত্তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ-
শীতল
শৈত্য
বরফ
শীত
কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে উত্তপ্ত হয়?
আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে
-
-
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ ---
অন্তরক
সুপরিবাহী
কুপরিবাহী
অর্ধ-পরিবাহী
মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস ---
কমবে
বাড়বে
অপরিবর্তিত থাকবে
প্রথমে বাড়বে, পরে কমবে
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
গলন
ঊর্ধ্বপাতন
বাষ্পীভবন
রাসায়নিক পরিবর্তন
একখন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
বাড়বে
কমবে
প্রথমে কমবে পরে বাড়বে
একই থাকবে