'উত্তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ-
শীতল
শৈত্য
বরফ
শীত
Description (বিবরণ) :
প্রশ্ন: 'উত্তপ্ত' শব্দের বিপরীতার্থক শব্দ-
ব্যাখ্যা:
শঠ |
সাধু |
শিষ্ট |
অশিষ্ট |
শুষ্ক |
সিক্ত |
শঠতা |
সাধুতা |
শিষ্য |
গুরু |
শূণ্য |
পূর্ণ |
শায়িত |
উত্থিত |
শীত |
গ্রীষ্ম |
শোভন |
অশোভন |
শয়ন |
উত্থান |
শীতল |
উষ্ণ |
শ্বাস |
প্রশ্বাস |
শারীরিক |
মানসিক |
শুক্লপক্ষ |
কৃষ্ণপক্ষ |
শ্রী |
বিশ্রী |
শালীন |
অশালীন |
শুচি |
অশুচি |
শ্লীল |
অশ্লীল |
শাসক |
শাসিত |
শুদ্ধ |
অশুদ্ধ |
|
|
শিক্ষক |
ছাত্র |
শুভ্র |
কৃষ্ণ |
|
|
Related Question
কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে উত্তপ্ত হয়?
আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ফলে
-
-
কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ ---
অন্তরক
সুপরিবাহী
কুপরিবাহী
অর্ধ-পরিবাহী
'উত্তপ্ত' শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
শৈত
শীত
বরফ
শীতল
মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস ---
কমবে
বাড়বে
অপরিবর্তিত থাকবে
প্রথমে বাড়বে, পরে কমবে
কোন কঠিন পদার্থকেউত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়-
গলন
ঊর্ধ্বপাতন
বাষ্পীভবন
রাসায়নিক পরিবর্তন
একখন্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
বাড়বে
কমবে
প্রথমে কমবে পরে বাড়বে
একই থাকবে