নিচের কোনটি শব্দের আগে বসে?

প্রত্যয়

উপসর্গ

অনুসর্গ

বিভক্তি


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি শব্দের আগে বসে?

ব্যাখ্যা:

উপসর্গের সংজ্ঞা: যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের পূর্বে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদেরকে বলা হয় উপসর্গ। যেমন—প্র, পরা, পরি, নির ইত্যাদি।


Related Question

নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ

সবিতা

অবনী

সুধাকর

কলানিধি

নিচের কোনটি পারিভাষিক শব্দ ?

টপর

গাছ

মন্ত্রিপরিষদ

বালতি

নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?

গিন্নি

গঞ্জ

হস্ত

তসবি

নিচের কোনটি দ্বীপদেশ?

আফগানিস্তান

লিবিয়া

শ্রিলঙ্কা

নেপাল

ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

প্লাসটিড

মাইটোকন্ড্রিয়া

নিউক্লিয়াস

ক্রোমাটিন বস্তু

নিচের কোনটি কসোভোর রাজধানী?

বেলগ্রেড

প্রিস্টিনা

সারায়েবো

প্রাগ