ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন?
রাজা চন্দ্রগুপ্তের
রাজা বিক্রমাধিত্যের
লক্ষনসেনের
রাজা কৃষ্ণচন্দ্রের
Description (বিবরণ) :
প্রশ্ন: ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন?
ব্যাখ্যা:
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি। হাওড়া জেলার পোড়ো - বসন্তপুরে জন্ম হলেও পরবর্তী জীবনে তিনি নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারের আশ্রয় গ্রহণ করেন। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে 'রায়গুণাকর' উপাধিতে ভূষিত করেন।
Related Question
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
কবিকঙ্কন
রায়গুণাকর
কবিকণ্ঠহার
কবিরঞ্জন
কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন -
রাজা বিক্রমাদিত্যের
রাজা কৃষ্ণচন্দ্রের
রাজা ঈশ্বরচন্দ্রের
রাজা চন্দ্রগুপ্তের
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
আরাকান রাজসভা
কৃষ্ণনগর রাজসভা
রাজা গণেশের রাজসভা
লক্ষ্মণ সেনের রাজসভা
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
১৭৫৬
১৭৫২
১৭৬০
১৭৬২
কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?
রায় গুণাকর
কবিকন্ঠহার
কবিকঙ্কন
কবিররঞ্জন
কবি ভারতচন্দ্রকে “রায়গুণাকর” উপাধি দিয়েছিলেন কে?
রঘুনাথ জমিদার
রাজা কৃষ্ণচন্দ্র
দ্বিজ ও চন্ডীদাস
ময়ুর ভট্ট