ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?

আরাকান রাজসভা

কৃষ্ণনগর রাজসভা

রাজা গণেশের রাজসভা

লক্ষ্মণ সেনের রাজসভা


Description (বিবরণ) :

প্রশ্ন: ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?

ব্যাখ্যা: ভারতচন্দ্র রায়গুণাকর আঠারাে শতকের বাংলা মঙ্গলকাব্য ধারার অন্যতম কবি। তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় 'সভাকবি' নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি 'অন্নদামঙ্গল' (১৭৫২) কাব্যটি রচনা করেন। পরবর্তীতে এ রচনা তাকে মহারাজ কর্তৃক 'রায়গুণাকর' উপাধি লাভ করিয়ে দেয়। তিনিই মধ্যযুগের শেষ কবি।


Related Question

কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?

কবিকঙ্কন

রায়গুণাকর

কবিকণ্ঠহার

কবিরঞ্জন

ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজার সাভাকবি ছিলেন?

রাজা চন্দ্রগুপ্তের

রাজা বিক্রমাধিত্যের

লক্ষনসেনের

রাজা কৃষ্ণচন্দ্রের

কবি ভারতচন্দ্র সভাকবি ছিলেন -

রাজা বিক্রমাদিত্যের

রাজা কৃষ্ণচন্দ্রের

রাজা ঈশ্বরচন্দ্রের

রাজা চন্দ্রগুপ্তের

কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি?

রায় গুণাকর

কবিকন্ঠহার

কবিকঙ্কন

কবিররঞ্জন

কবি ভারতচন্দ্রকে “রায়গুণাকর” উপাধি দিয়েছিলেন কে?

রঘুনাথ জমিদার

রাজা কৃষ্ণচন্দ্র

দ্বিজ ও চন্ডীদাস

ময়ুর ভট্ট