রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম-

গৌড়ীয় ব্যকরণ

ভাষা ও ব্যাকরণ

বর্ণ ও পরিচয়

সরল বাংলা ব্যাকরণ


Description (বিবরণ) :

প্রশ্ন: রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম-

ব্যাখ্যা:

গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। গৌড়ীয় ব্যাকরণ রচিত হয় তৎকালীন স্কুল - বুক সোসাইটির অভিপ্রায়ে এবং ছাত্রদের পাঠোপযোগী করে।


Related Question

কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?

বেদান্ত চন্দ্রিকা

বেদান্ত গ্রন্থ

বেদান্ত সার

পথ্য প্রদান

রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন?

সতীদাহ বিলোপ

নীলবিদ্রোহ

তেভাগা

বিধবা বিবাহ

কোনোটিই নয়

রাজা রামমোহন রায় প্রনীত বাংলা ব্যাকরণের নাম কি?

মাগধীয় ব্যাকরণ

বাংলা ব্যাকরণ

গৌড়ীয় ব্যাকরন

ভাষা ব্যাকরণ

কোনটিই নয়

৩২. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?

মাগধীয় ব্যাকরণ

গৌড়ীয় ব্যাকরণ

মাতৃভাষা ব্যাকরণ

ভাষা ও ব্যাকরণ

রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?

মাগধীয় ব্যাকরণ

মাতৃভাষা ব্যাকরণ

ভাষা ও ব্যাকরণ

গৌড়ীয় ব্যাকরণ