কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
বেদান্ত চন্দ্রিকা
বেদান্ত গ্রন্থ
বেদান্ত সার
পথ্য প্রদান
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
ব্যাখ্যা:
রাজা রামমোহন রায় এর রচনা নয় - "বেদান্ত - চন্দ্রিকা"।
"বেদান্ত - চন্দ্রিকা" ও "প্রবোধ - চন্দ্রিকা" - গ্রন্থ দুটির রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক। তিনি ১৯ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
Related Question
কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
মেঘনাদবধ কাব্য
দুর্গেশনন্দিনী
নীলদর্পণ
অগ্নিবীণা
রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
চোখের বালি
বলাকা
ঘরে-বাইরে
রক্তকরবী
কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
মোস্তফা রচিত
নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
বিশ্বনবী
মানব-মুকুট
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা
বলাকা
ডাকঘর
কালান্তর
কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?
আশা-আকাঙ্ক্ষার সমর্থনে
ভবিষ্যতের বাঙালি
উন্নত জীবন
সভ্যতা
কোন গ্রন্থটি মহাকাব্য?
অবকাশ রঞ্জিনী
বৃত্রসংহার
বিরহ বিলাপ
বীরাঙ্গনা কাব্য