রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে ?
১৯১০
১৯১১
১৯১২
১৯১৩
Description (বিবরণ) :
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কত সালে ?
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। বিখ্যাত আইরিশ সাহিত্যিক WB Yeats গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ Song Offerings এর প্রস্তাবনা লিখেছেন। আর কবি নিজেই গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেছিলেন 1912 সালে।
নোবেল কমিটি তাদের পর্যবেক্ষণে Songs Offerings সম্পর্কে বলেছেন “কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা - চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে। "
Related Question
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত-----
কবিতার নাম
গল্প সংকলনের নাম
উপন্যাসের নাম
কাব্য সংকলনের নাম
রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
উপন্যাস
ছোটগল্প
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-
১৯১৩ সালে
১৯০১ সালে
১৯৩০ সালে
১৯৪১ সালে
'ছবি ' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রহন্থের অন্তর্ভুক্ত ?
সোনার তরী
পূরবী
বলাকা
পুনশ্চ
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--
১৯০৫ সালে
১৯১৩ সালে
১৯২৩ সালে
১৯২৫ সালে
বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে?
নেপাল
ভারত
ভুটান
শ্রীলংকা