রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?

কাব্য

নাটক

উপন্যাস

ছোটগল্প


Description (বিবরণ) :

প্রশ্ন: রবীন্দ্রনাথের "শেষের কবিতা" কোন ধরনের গ্রন্থ?

ব্যাখ্যা: শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। রবীন্দ্রনাথের চিত্রসৃষ্টি পর্যায়ের দ্বিতীয় উপন্যাস (প্রথমটি যোগাযোগ) এটি। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) অবধি প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।


Related Question

কোনটি রবীন্দ্রনাথের রচনা?

চতুরঙ্গ

চতুষ্কোণ

চতুর্দশী

চতুষ্পাঠী

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

চোখের বালি

বলাকা

ঘরে-বাইরে

রক্তকরবী

রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?

স্বরবৃত্ত

অক্ষরবৃত্ত

মন্দাক্রান্তা

মাত্রাবৃত্ত

কোনটি রবীন্দ্রনাথের রচনা নয়?

রক্ত কবরী

পুনশ্চ

মহুয়া

বেহুলা