লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
হুমায়ুন আহমেদ
রফিক আজাদ
কাজী নজরুল ইসলাম
আবুল ফজল
Description (বিবরণ) :
প্রশ্ন: লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে?
ব্যাখ্যা:
চাচা কাজী বজলে করিম চুরুলিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফারসি ও উর্দু ভাষায় তাঁর দখল ছিল। এ ছাড়া বজলে করিম মিশ্র ভাষায় গান রচনা করতেন। ধারণা করা হয়, বজলে করিমের প্রভাবেই নজরুল লেটো দলে যোগ দিয়েছিলেন।
Related Question
দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম-
দি প্রিন্স
দি পলিটিক্স
দি গড ফাদার
দি রিপাবলিক
প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
সুখ, ভালোত্ব ও প্রেম
প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়