' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?

মোতাহের হোসেন চৌধুরী

বিনয় ঘোষ

আখতারুজ্জামান ইলিয়াস

রাধারমণ মিত্র


Description (বিবরণ) :

প্রশ্ন: ' সংস্কৃতির ভাঙা সেতু' গ্রন্থ কে রচনা করেছেন?

ব্যাখ্যা: 'সংস্কৃতির ভাঙা সেতু' আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধগ্রন্থ। 'সংস্কৃতির কথা' মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ। এছাড়া 'সংস্কৃতির চড়াই - উৎরাই' (প্রবন্ধ) শওকত ওসমান, 'সংস্কৃতির রুপান্তর' (প্রবন্ধ) গোপাল হালদার ও 'সংস্কৃতির সংকট' (প্রবন্ধ) বদরুদ্দিন উমর রচিত গ্রন্থ।


Related Question

নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

আইন

প্রতীক

ভাষা

মূল্যবোধ