নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

আইন

প্রতীক

ভাষা

মূল্যবোধ


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

ব্যাখ্যা: পৃথিবীতে সর্বজনীন সংস্কৃতি বলে কিছু নেই। কেননা এক সমাজ ও রাষ্ট্রে যা সংস্কৃতি অন্য সমাজ ও রাষ্ট্রে তা অপ - সংস্কৃতি । এরপরে ওর সংস্কৃতির সাধারণ উপাদান আছে, যা সকল দেশে একই। যেমন - ভাষা, প্রতীক, আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, শিল্পকলা ইত্যাদি। তবে সংস্কৃতির উপাদান হিসেবে অনেকে সমাজতাত্ত্বিক আইনকে গ্রহণ করেছেন আবার কেউ তা অর্জন করেছেন।


Related Question

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

লিনাক্স

মজিলা

উবুন্টু

উইন্ডোজ