সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

সুবেদার ইসলাম কি?

মীরজুমলা

মুর্শিদকুলী খান

শায়েস্তা খান


Description (বিবরণ) :

প্রশ্ন: সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

ব্যাখ্যা:

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা - শায়েস্তা খান।

সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মুঘল সাম্রাজ্য মুঘল আমলের অন্যতম নিদর্শন।

১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করান। মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ।


Related Question

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

মীর জুমলা

সুবেদার ইসলাম খান

মুর্শিদকুলি খান

উমিদ খাঁ

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---

সুবেদার ইসলাম খান

মীরজুমলা

মুরশীদ কুলী খান

শায়েস্তা খান

বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন?

ইসলাম খান

শাহ সুজা

শায়েস্তা খাঁ

মীর জুমলা

'সাত গম্বুজ' মসজিদ কোথায় অবস্থিত?

ঢাকার লালবাগ

ঢাকার মোহাম্মদপুর

বাগের হাট

চাঁপাইনবাবগঞ্জ

'সাত গম্বুজ ' মসজিদ কোথায় অবস্থিত?

ঢাকার লালবাগ

ঢাকার মোহাম্মদপুর

বাগেরহাট

চাঁপাইনবাবগঞ্জ