'সাত গম্বুজ ' মসজিদ কোথায় অবস্থিত?

ঢাকার লালবাগ

ঢাকার মোহাম্মদপুর

বাগেরহাট

চাঁপাইনবাবগঞ্জ


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সাত গম্বুজ ' মসজিদ কোথায় অবস্থিত?

ব্যাখ্যা: সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত মুঘল আমলে নির্মিত একটি মসজিদ। এই মসজিদটি চারটি মিনারসহ সাতটি গম্বুজের কারনে মসজিদের নাম হয়েছে 'সাতগম্বুজ মসজিদ'। এটি মুঘল সাম্রাজ্য মুঘল আমলের]] অন্যতম নিদর্শন। ১৬৮০ সালে মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করান।[১][২] মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদ এর সাথে সাদৃশ্যপূর্ণ।


Related Question

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

সুবেদার ইসলাম কি?

মীরজুমলা

মুর্শিদকুলী খান

শায়েস্তা খান

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা-

মীর জুমলা

সুবেদার ইসলাম খান

মুর্শিদকুলি খান

উমিদ খাঁ

সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---

সুবেদার ইসলাম খান

মীরজুমলা

মুরশীদ কুলী খান

শায়েস্তা খান

বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন?

ইসলাম খান

শাহ সুজা

শায়েস্তা খাঁ

মীর জুমলা