রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
Anemia
Cynosis
Jaundice
Clubbing
Description (বিবরণ) :
প্রশ্ন: রক্তে বিলিরুবিন বেড়ে গেলে কি হয়?
ব্যাখ্যা:
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস।
Related Question
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে ?
শামসুর রাহমান
আলতাফ মাহমুদ
হাসান হাফিজুর রহমান
আব্দুল গাফ্ফার চৌধুরী
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি"র রচয়িতা কে?
আলতাফ মাহমুদ
শামসুর রহমান
হাসান হাফিজুর রহমান
আবদুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার কে?
বন্দে আলী মিয়া
শামসুর রহমান
আহসান হাবীব
আব্দুল গাফফার চৌধুরী
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'---গানটির সুরকার কে?
আবদুল লতিফ
আবদুল আহাদ
আলতাফ মাহমুদ
মাহমুদুন্নবী
কোনটি রক্তের কাজ নয়?
কলা (Tissue) হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
ক্ষুদ্রান্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা
হরমোন বিতরণ করা
জারক রস (enzyme) বিতরণ করা
'আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি' গানের রচিয়তা কে?
আব্দুল গাফ্ফার চৌধুরী
আলতাফ মাহমুদ
আব্দুল লতিফ
আব্দুল আলীম