নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ?

রবীন্দ্রনাথ ঠাকুর

অমর্ত্য সেন

মুহাম্মদ ইউনুস

ফজলে হাসান আবিদ

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: নোবেল পুরুস্কার প্রাপ্ত প্রথম বাঙালি কে ?

ব্যাখ্যা:

নােবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে সাহিত্যে' নােবেল পুরস্কার পান। অমর্ত্য সেন দ্বিতীয় বাঙালি হিসেবে নােবেল পুরস্কার পান ১৯৯৮ সালে। দুর্ভিক্ষ ও দারিদ্র্য বিষয়ে কাজ করায় তিনি অর্থনীতিতে এ পুরস্কার অর্জন করেন। তৃতীয় বাঙালি ও প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন ২০০৬ সালে। অন্যদিকে ফজলে হাসান আবেদ হলেন ব্রিটেনের রানি কর্তৃক 'নাইট' উপাধি প্রাপ্ত একমাত্র বাংলাদেশি।


Related Question

রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার পান-

১৯১৩ সালে

১৯০১ সালে

১৯৩০ সালে

১৯৪১ সালে

রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুস্কারর লাভ করেন--

১৯০৫ সালে

১৯১৩ সালে

১৯২৩ সালে

১৯২৫ সালে

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন----

তেলের খনির মালিক হিসেবে

উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

জাহাজের ব্যবসা করে

ইস্পাত কারখানার মালিক হিসেবে

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----

চার্চিল

কিসিঞ্জার

দ্য গল

রুজভেল্ট

সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?

প্রফেসর ড. আব্দুস সালাম

প্রফেসর নরম্যান বোরলগ

ড. আব্দুল কাদের

ড. স্বামিনাথন