একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----

চার্চিল

কিসিঞ্জার

দ্য গল

রুজভেল্ট


Description (বিবরণ) :

প্রশ্ন: একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -----

ব্যাখ্যা:

একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন - - - - - চার্চিল।

উইনস্টন চার্চিল (৩০শে নভেম্বর, ১৮৭৪ – ২৪শে জানুয়ারি, ১৯৬৫) ইংরেজ রাজনীতিবিদ ও লেখক। তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন।

১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।


Related Question

' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----

মুকুন্দরাম চক্রবর্তী

ভারতচন্দ্র রায়

মদনমোহন তর্কালঙ্কার

কামিনী রায়

'বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম------

প্রমথ চৌধুরী

ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়

সুধীন্দ্রনাথ দত্ত

নবীনচন্দ্র সেন

ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----

রাজা ত্রিদিব রায়

রাজা ত্রিভুবন চাকমা

জুম্মা খান

জান বখশ খাঁ