আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?

মাজার-ই-শরীফ

হেরাট

জালালাবাদ

কান্দাহার


Description (বিবরণ) :

প্রশ্ন: আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?

ব্যাখ্যা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার - ই - শরীফে তালেবানদের ক্ষমতায় থাকাকালীন সময়ে - এ হত্যাযজ্ঞ ঘটে। যদিও সুদক্ষ ইরানি নেতৃত্বের মাধ্যমে ইরান দুদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে সক্ষম হয়।


Related Question

আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

আফগানি

ফার্সি

পশতু

তুর্কি

আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

দাউদ খাঁ

জহির শাহ

নাদির শাহ

নজীবুল্লাহ

আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান --

অপারেশন এনডুরিং ফ্রিডম

অপারেশন ডেজার্ট স্টর্ম

অপারেশন সার্চ লাইট

অপারেশন রেস্টোর হোপ

আফগানিস্তানের তালেবান সরকারের অন্তবর্তী সরকার প্রধান কে?

মোল্লা শফিউল্লাহ

মোল্লা হাসান বারদার

মোল্লা মোহাম্মদ হাসান আধুন্দ

মোল্লা মোহাম্মদ ওমর