আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

দাউদ খাঁ

জহির শাহ

নাদির শাহ

নজীবুল্লাহ


Description (বিবরণ) :

প্রশ্ন: আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

ব্যাখ্যা: আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।


Related Question

আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

আফগানি

ফার্সি

পশতু

তুর্কি

আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান --

অপারেশন এনডুরিং ফ্রিডম

অপারেশন ডেজার্ট স্টর্ম

অপারেশন সার্চ লাইট

অপারেশন রেস্টোর হোপ

আফগানিস্তানের তালেবান সরকারের অন্তবর্তী সরকার প্রধান কে?

মোল্লা শফিউল্লাহ

মোল্লা হাসান বারদার

মোল্লা মোহাম্মদ হাসান আধুন্দ

মোল্লা মোহাম্মদ ওমর