কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--

বিষমবাহু

সমদ্বিবাহু

সমবাহু

সমকোণী


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--

ব্যাখ্যা:

ধরি, ABC ত্রিভুজের AB বাহুকে বর্ধিত করা হল।

A তে উৎপন্ন বহিঃস্থ কোণ = অন্তঃস্থ (ÐB + ÐC)

B তে উৎপন্ন বহিঃস্থ কোণ = অন্তঃস্থ (ÐC + ÐA)

এখন, A তে উৎপন্ন বহিঃস্থ কোণ = B তে উৎপন্ন বহিঃস্থ কোণ

বা, ÐB + ÐC = ÐC + ÐA অর্থাৎ, ÐB = ÐA

ত্রিভুজটির দুটি কোণ সমান হওয়ায় বিপরীত দুটি বাহু সমান হবে। তাই ত্রিভুজটি সমদ্বিবাহু।


Related Question

কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে--

পরিকেন্দ্র

ভরকেন্দ্র

অন্তঃকেন্দ্র

লম্ববিন্দুু

কোন ত্রিভুজের তিন বাহু বা লম্ব দ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?

লম্বকেন্দ্র

ভরকেন্দ্র

পরিকেন্দ্র

অন্তঃকেন্দ্র