কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
সমদ্বিখণ্ডক
অভিভুজ
লম্ব
মধ্যমা
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ঐ ত্রিভুজের কি বলা হয়?
ব্যাখ্যা:
মধ্যমা : কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু ও ঐ বাহুর বিপরীত শীর্ষের দূরত্ব হলো মধ্যমা।
ত্রিভুজে তিনটি মধ্যমা রয়েছে।
লম্ব (Perpendicular) : একটি সরলরেখা অপর একটি সরলরেখার উপর দন্ডায়মান হয়ে যদি এক সমকোণ ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে ঐ সরলরেখাটিকে লম্ব বলে। চিত্রে AO একটি লম্ব।
ভূমি (Base) : ত্রিভুজের শীর্ষবিন্দুর বিপরীত আনুভূমিক রেখাকে ভূমি বলে। চিত্রে BC একটি ভূমি।
অতিভুজ (Hypotenuse): সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। চিত্রে ABC ত্রিভুজের AC অতিভুজ।
Related Question
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
৬ঃ ৫ঃ ৪
৩ঃ ৪ঃ ৫
১২ঃ ৮ঃ ৪
৬ঃ ৪ঃ ৩
কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ---
বিষমবাহু
সমবাহু
সমকোণী
সমদ্বিবাহু
কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে--
পরিকেন্দ্র
ভরকেন্দ্র
অন্তঃকেন্দ্র
লম্ববিন্দুু
কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--
বিষমবাহু
সমদ্বিবাহু
সমবাহু
সমকোণী
কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো কে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে ?
ভরকেন্দ্র
অন্তঃকেন্দ্র
ব্যাসার্ধ
স্পর্শক
কোন ত্রিভুজের তিন বাহু বা লম্ব দ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?
লম্বকেন্দ্র
ভরকেন্দ্র
পরিকেন্দ্র
অন্তঃকেন্দ্র