মুসলিম রেঁনেসার কবি কে?
ফররুখ আহমদ
আহসান হাবীব
হাসান হাফিজুর রহমান
সৈয়দ আলী আহসান
Description (বিবরণ) :
প্রশ্ন: মুসলিম রেঁনেসার কবি কে?
ব্যাখ্যা:
মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ।
তিনি ছিলেন ইসলামী আদর্শের উজ্জ্বল প্রতীক।
সাত সাগরের মাঝি - তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
তিনি ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
Related Question
কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
বেগম সুফিয়া কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
সেলিনা হোসেন
শামসুন্নাহার মাহমুদ
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
জগৎ মোহিনী
বসন্ত কুমারী
আয়না
মোহনী প্রেমপাস
'ঢাকা মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক ছিলেন----
কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
মোহাম্মদ আকরাম খাঁ, মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ
কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?
নাসির উদ্দিন শাহ
মুর্শিদ কুলি খান
শাহ সুজা
আলাউদ্দিন হুসেন শাহ
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
বাংলাদেশ
পাকিস্তান
সৌদি আরব
ইন্দোনেশিয়া
মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল--
তত্ত্ববোধিনী
শিখা
মোহাম্মদী
সবুজপত্র