গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?

যুক্তরাষ্ট্রে

সুইজারল্যান্ড

গ্রীসে

যুক্তরাজ্যে


Description (বিবরণ) :

প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?

ব্যাখ্যা:

গ্রিনিচ মানমন্দির যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের উপকন্ঠে অবস্থিত।

এই মান মন্দিরের উপর দিয়ে উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত যে দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যে রেখা বলে।


Related Question

গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----

যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে

ফ্রান্সে

জার্মানিতে

গ্রীনিচের গ্রাঘিমা কত?

০ ডিগ্রী

৬০ ডিগ্রী

৯০ ডিগ্রী

১৮০ ডিগ্রী

গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

৫ ঘন্টা

সাড়ে পাঁচ ঘন্টা

৬ ঘন্টা

সাড়ে ছয় ঘন্টা

গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

পাঁচ ঘন্টা

সাড়ে পাঁচ ঘন্টা

সাড়ে ছয় ঘন্টা

ছয় ঘন্টা