গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----

যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে

ফ্রান্সে

জার্মানিতে


Description (বিবরণ) :

প্রশ্ন: গ্রীনিচ মানমন্দির অবস্থিত ----

ব্যাখ্যা: গ্রীনচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন। এর নকশা তৈরি করেন স্যার ক্রিস্টোফার রেন। পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় ( Greenwich Mean Time - GMT ) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে।


Related Question

গ্রীনিচের গ্রাঘিমা কত?

০ ডিগ্রী

৬০ ডিগ্রী

৯০ ডিগ্রী

১৮০ ডিগ্রী

গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

৫ ঘন্টা

সাড়ে পাঁচ ঘন্টা

৬ ঘন্টা

সাড়ে ছয় ঘন্টা

গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে?

পাঁচ ঘন্টা

সাড়ে পাঁচ ঘন্টা

সাড়ে ছয় ঘন্টা

ছয় ঘন্টা

গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?

যুক্তরাষ্ট্রে

সুইজারল্যান্ড

গ্রীসে

যুক্তরাজ্যে