কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে

কাণ্ডারী হুশিয়ার

অগ্রপথিক


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

ব্যাখ্যা: 'আনন্দময়ীর আগমনে' কবিতা রচনার জন্য তিনি এক বছরের জন্য কারারুদ্ধ হন। এছাড়া 'প্রলয় শিখা'র জন্য ও তিনি ছয় মাস কারারুদ্ধ হন।


Related Question

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের ' অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে

প্রলয়োল্লাস

রক্তাম্বরধারিনী মা

কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

বিদ্রোহী

প্রলয়োল্লাস

আনন্দময়ীর আগমনে

নারী

কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমনে

দারিদ্র

নতুন চাঁদ

কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল?

বিদ্রোহী

আনন্দময়ীর আগমন

কান্ডারী

ফগ্রপথিক