কোনটি সঠিক?
চলাকালীন সময়ে
চলাকালের সময়ে
চলাকালে
চলাকালিন সময়ে
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি সঠিক?
ব্যাখ্যা:
চলাকালে সঠিক ।
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতাগুন হারিয়ে থাকে । যেমন - দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন । এখানে 'আলেমগণ' বহু বচনবাচক শব্দ । এর সঙ্গে 'সব' শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে ।
Related Question
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
ভর সংখ্যা সমান থাকে
নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন সংখ্যা সমান থাকে
ফুসফুসের ক্ষেত্রে কোনটি সঠিক?
ডান ফুসফুসে ৫টি ও বাম ফুসফুসে ৫টি সেগমেন্ট থাকে
ডান ফুসফুসে ৮টি ও বাম ফুসফুসে ১০টি সেগমেন্ট থাকে
ডান ফুসফুসে ১০ টি ও বাম ফুসফুসে ৮টি সেগমেন্ট থাকে
কোনোটিই নয়
Boolean Algebra --এর নিচের কোনটি সঠিক?
A + A = 1
A . A = 1
A + A = 2A
উপরের কোনোটিই নয়
Linkedin --এর ক্ষেত্রে কোনটি সঠিক?
এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত
২০০৬ সালে এটির সদস্যসংখ্যা ২০ মিলিয়নের অধিক হয়
উপরের সবগুলোই
এনড্রয়েড অপারেটিং সিস্টিমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
এটির নির্মাতা গুগল
এটি লিনাক্স কার্নেল নির্ভর
এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি
উপরের সবগুলো সঠিক