কোন বানানটি শুদ্ধ ?
ব্যকরণ
ব্যকরণ
ব্যকরন
ব্যকরন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ ?
ব্যাখ্যা:
ব্যাকরণ কাকে বলে. "ব্যাকরণ" একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম - কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে।
Related Question
কোন বানানটি শুদ্ধ?
পাষাণ
পাষান
পাসান
পাশান
কোন বানানটি শুদ্ধ?
বিভিসীকা
বিভীষিকা
বীভিষিকা
বীভিষীকা
কোন বানানটি শুদ্ধ?
বিভিষিকা
বিভীষিকা
বীভিষিকা
বিভীসিকা
কোন বানানটি শুদ্ধ?
মুহুর্মুহু
মুহূর্মুহু
মূহুর্মুহু
মুহূর্মুহূ
কোন বানানটি শুদ্ধ?
সমীচীন
সমিচীন
সমীচিন
সমিচিন
কোন বানানটি শুদ্ধ?
শুশ্রুষা
সুশ্রুষা
শুশ্রূষা
সুশ্রুসা