পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
১৯৫০ সালে
১৯৪৮ সালে
১৯৪৭ সালে
১৯৫৪ সালে
Description (বিবরণ) :
প্রশ্ন: পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ব্যাখ্যা:
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয় ১৯৫০ সালে।
পাকিস্তান শাসনামলে ভূমি আইনের উপর যে সব গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ আইন প্রণীত হয় তন্মধ্যে ১৯৫০ সালের জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন উল্লেখযোগ্য।
Related Question
পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
১৯৫০ সালে
১৯৪৮ সালে
১৯৪৭ সালে
১৯৫৪ সালে
'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
হরপ্রসাদ শাস্ত্রী
চন্দ্রকুমার দে
দীনেশচন্দ্র সেন
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন ---
লর্ড রিপন
লর্ড কার্জন
লর্ড মিন্টো
লর্ড হার্ডিঞ্জ
ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
আতাউর রহমান খান
নুরুল আমীন
খাজা নাজিমুদ্দিন
আবু হোসেন সরকার
পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
১৯৫৬ সালে
১৯৬২ সনে
১৯৫২ সনে
১৯৬৯ সনে
পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় -
১৯৬১
১৯৫২
১৯৫০
১৯৫১