'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

হরপ্রসাদ শাস্ত্রী

চন্দ্রকুমার দে

দীনেশচন্দ্র সেন


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাসমূহের সংগ্রাহক কে?

ব্যাখ্যা:

বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা , মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। 'পূর্ববঙ্গ গীতিকা'র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী , দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 'পূর্ববঙ্গ গীতিকা ' নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় । অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম'চর্যাপদ' উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য দক্ষিণারঞ্জন মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ: ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।


Related Question

পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

১৯৫০ সালে

১৯৪৮ সালে

১৯৪৭ সালে

১৯৫৪ সালে

পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

১৯৫০ সালে

১৯৪৮ সালে

১৯৪৭ সালে

১৯৫৪ সালে

ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?

আতাউর রহমান খান

নুরুল আমীন

খাজা নাজিমুদ্দিন

আবু হোসেন সরকার

পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?

১৯৫৬ সালে

১৯৬২ সনে

১৯৫২ সনে

১৯৬৯ সনে