বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'
বড়লোক
সাহায্যকারী
মূর্খ
কৃপন
Description (বিবরণ) :
প্রশ্ন: বাগধারার অর্থ নির্নয় করুনঃ 'গোবর গনেশ'
ব্যাখ্যা:
বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। বিশেষ প্রসঙ্গে শব্দের বিশিষ্টার্থক প্রয়োগের ফলে বাংলায় বহু বাগধারা তৈরী হয়েছে। এ ধরনের প্রয়োগের পদগুচ্ছ বা বাক্যাংশ আভিধানিক অর্থ ছাপিয়ে বিশেষ অর্থের দ্যোতক হয়ে ওঠে।
যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থক প্রয়োগের ফলে আভিধানিক অর্থের বাইরে আলাদা অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় বাগধারা।
বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ।
বাগধারা গঠনে বিভিন্ন শব্দের ব্যবহারকে শব্দের রীতিসিদ্ধ প্রয়োগও বলা হয়। একে বাগবিধিও বলা হয়ে থাকে।
Related Question
'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?
আরামপ্রিয়
উদাসীন
নিতান্ত অলস
পরমুখাপেক্ষী
'কাকনিদ্রা'বাগধারার অর্থ কী?
অনিষ্ট চিন্তা
কপট নিদ্রা
অগভীর সতর্ক নিদ্রা
অলস নিদ্রা
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ------
সাহায্যকারী
তোষামুদে
বাদক
স্বাস্থ্যহীন লোক
' হাত-ভারি' বাগধারার অর্থ -----
দাতা
কম খরচে
দরিদ্র
কৃপণ
'হাত-ভারি' বাগধারার অর্থ-
দাতা
কম খরচে
দরিদ্র
কৃপণ
'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-
স্বেচ্ছাচারী
বিত্তশালী
শুকনো হাসি
গন্ড মূর্খ