ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
জেনারেল সুহার্তো
মেঘবতী সুকর্নপুত্রী
জোকো উইদাদো
জেনারেল বিয়ান্তো
Description (বিবরণ) :
প্রশ্ন: ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
ব্যাখ্যা: ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি জেকো উইদাদো ২০ অক্টোবর ২০১৪ নির্বাচিত হন। স্বৈরশাসক জেনারেল সুহার্তো দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট, যিনি ১২ মার্চ ১৯৬৭ - ২১ মে ১৯৯৮ দীর্ঘ ৩২ বছর ক্ষমতায় ছিলেন। আবদুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট, যার মেয়াদকাল ১৯ অক্টোবর ১৯৯৯ - ২৩ জুলাই ২০০১। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্নপুত্রী ক্ষমতাসীন ছিলেন ২৩ জুলাই ২০০১ - ২১ অক্টোবর ২০০৪ পর্যন্ত। তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্নের (মেয়াদকাল ১৮.০৮.১৯৪৫ - ১২.০৬.১৯৬৭) ।
Related Question
ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?
জেনারেল হাবিবি
মেঘবতী সুকর্ণপুত্রী
জোকো উইদাদো
জেনারেল বিরান্তো
ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
১০ অক্টোবর, ২০০২
১২ অক্টোবর, ২০০২
১০ নভেম্বর, ২০০২
১২ নভেম্বর, ২০০২
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি?
লুফথানসা
কোয়ানটাস এয়ারওয়েজ
গারুদা
নিপ্পন এয়ারওয়েজ
মেঘবতী সুকর্নপুত্রী কত সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল?
২০০০
২০০১
২০০২
২০০৩