ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

১০ অক্টোবর, ২০০২

১২ অক্টোবর, ২০০২

১০ নভেম্বর, ২০০২

১২ নভেম্বর, ২০০২


Description (বিবরণ) :

প্রশ্ন: ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

ব্যাখ্যা: ২০০২ বালি বোমা বিস্ফোরণ ঘটনাটি ২০০২ সালের ১২ অক্টোবর তারিখে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পর্যটন সমৃদ্ধ কুটা জেলায় সংগঠিত হয়। এই আক্রমণের ঘটনায় ২০২ ব্যক্তি নিহত হয় যাদের মধ্যে ৮৮ জন অস্ট্রেলীয়, ৩৮ জন ইন্দোনেশীয় এবং অবশিষ্টরা বিশ্বের ২০টিরও অধিক দেশের অধিবাসী। এতে আআরো ২০৯ জন আহত হয়।


Related Question

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?

জেনারেল হাবিবি

মেঘবতী সুকর্ণপুত্রী

জোকো উইদাদো

জেনারেল বিরান্তো

ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কি?

জেনারেল সুহার্তো

মেঘবতী সুকর্নপুত্রী

জোকো উইদাদো

জেনারেল বিয়ান্তো

ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি?

লুফথানসা

কোয়ানটাস এয়ারওয়েজ

গারুদা

নিপ্পন এয়ারওয়েজ