গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি

প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন


Description (বিবরণ) :

প্রশ্ন: গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

ব্যাখ্যা:

পৃথিবীর বায়ুমণ্ডল এর গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে।

বায়ুমন্ডলে CFC, CO2, CH4, ও N2O প্রভৃতি গ্যাস দ্বারা স্তর বৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়।


Related Question

"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে

নাইক্লোনের প্রবণতা বাড়বে

বৃষ্টিপাত কমে যাবে

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

অক্সিজেন

নাইট্রোজেন

কার্বন-ডাই-অক্সাইড

হিলিয়াম

গ্রীন হাউজ এফক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

উত্তাপ অনেক বেড়ে যাবে

বৃষ্টিপাত কমে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে

সাইক্লোনের প্রবণতা বাড়বে

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

হাইড্রোজেন

নাইট্রোজেন

অক্সিজেন

সিএসসি

গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

বৃষ্টিপাত কমে যাবে

সাইক্লোনের প্রবণাতা বাড়বে

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে