গ্রীন হাউজ এফক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

উত্তাপ অনেক বেড়ে যাবে

বৃষ্টিপাত কমে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে

সাইক্লোনের প্রবণতা বাড়বে


Description (বিবরণ) :

প্রশ্ন: গ্রীন হাউজ এফক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

ব্যাখ্যা:

গ্রীনহাউজের পরিণতিতে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। জলবায়ুর বিরূপ প্রভাব যে দেশগুলোতে মারাত্বক আকার ধারণ করবে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। পরিবেশবাদী সংস্থা জার্মান ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশকে ৭ম ঝুকিপূর্ন দেশ বলে চিহ্নিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ - ৫ সেন্টিমিটার বৃদ্ধিতে তলিয়েযাবে বাংলাদেশের ১৭% নিম্নাঞ্চল আর সেই সাথে ৩কোটি মানুষ হবে ক্লাইমেট রিফিউজি।


Related Question

"গ্রীন হাউজ ইফেক্টের' পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে

নাইক্লোনের প্রবণতা বাড়বে

বৃষ্টিপাত কমে যাবে

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

অক্সিজেন

নাইট্রোজেন

কার্বন-ডাই-অক্সাইড

হিলিয়াম

গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?

সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি

প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?

হাইড্রোজেন

নাইট্রোজেন

অক্সিজেন

সিএসসি

গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে?

বৃষ্টিপাত কমে যাবে

সাইক্লোনের প্রবণাতা বাড়বে

উত্তাপ অনেক বেড়ে যাবে

নিম্নভূমি নিমজ্জিত হবে