' দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা -----
শওকত ওসমান
জ্যোতিপ্রকাশ দত্ত
আখতারুজ্জামান ইলিয়াস
হাসান আজিজুল হক
Description (বিবরণ) :
প্রশ্ন: ' দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা -----
ব্যাখ্যা: 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩ - ১৯৯৭ খ্রি). কর্তৃক রচিত। ১৯৮৫ সালে এটি প্রকাশিত হয় । তার অন্যান্য উল্লেখ্যযোগ্য রচনার মধ্যে রয়েছে চিলেকোঠার সেপাই (১৯৮৭), খোয়াবনামা (১৯৯৬) ইত্যাদি।
Related Question
' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
ভাঁডুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
"আমার সন্তান যেন থাকে দুধেভাতে” কার উক্তি?
চন্ডিদাস
ভারতচন্দ্র
বিহারীলাল
রাজনারায়ণ
’আমার সন্তান যেন থাকে দুধেভাতে’- এ প্রার্থনাটি করেছেন-
ভাঁড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’। এই মনোবাঞ্জাটি কার?
ভবানন্দের
ভাঁড়ুদত্তের
ইশ্বরী পাটনীর
ফুল্লারার
‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এটি কার প্রার্থনা?
ভাড়ুদত্ত
বিদ্যাপতি
চন্ডীদাস
ঈশ্বরী পাটনী