'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ -----
ক + ঘ
ক + ষ + ণ
ক + ষ + ম
হ্ + ম
Description (বিবরণ) :
প্রশ্ন: 'হ্ম' ---এর বিশ্লিষ্ট রূপ -----
ব্যাখ্যা: দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature ) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ , ক + ষ + ণ = ক্ষ্ণ এবং ক + ষ + ম = ক্ষ্ম।
Related Question
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাস
কাঞ্চনজঙ্গা
গডউইন অস্টিন
বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে -----
গোয়ালন্দ
বাহাদুরাবাদ
ভৈরববাজার
নারায়ণগঞ্জ
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
রাজা রামমোহন রায়
কেশব চন্দ্র সেন
দেবেন্দ্র নাথ ঠাকুর
স্বামী বিবেকানন্দ
'ব্রহ্মদেশ' নামে পরিচিতি?
থাইল্যান্ড
জাপান
ভিয়েতনাম
মিয়ানমার