'বায়ু' শব্দের সমার্থক শব্দ ---
মরুৎ
তরিৎ
বিটপী
দামিনী
ক্ষণপ্রভা
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বায়ু' শব্দের সমার্থক শব্দ ---
ব্যাখ্যা:
'বায়ু' শব্দের সমার্থক শব্দ - - - মরুৎ।
বায়ু শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো:
বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
Related Question
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------
আয়ন বায়ু
প্রত্যয়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -----
১০ কিমি
১০ নিউটন
২৭ কিমি
৫ কিমি
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ------
আয়ন বায়ু
প্রত্যয়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় -----
১ মিটার
১০ মিটার
১৫ মিটার
৩০ মিটার
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ?
মালদ্বীপ
মালেয়েশিয়া
ফিজি
ভিয়েতনাম
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
৭.৯ সে. মি.
৭৬ সে. মি.
৭২ সে. মি.
৭৭ সে. মি.