একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% চাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা ছিল?

৪০০

৪৫০

৫০০

কোনোটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: একজন বিক্রেতা একটি বই এর বিক্রয়মূল্যের উপর ৫% চাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ করলো। যদি ঐ বই এর ক্রয়মূল্য ৩৮০ টাকা হয়ে থাকে তবে ঐ বই এর বিক্রয়মূল্য কত লেখা ছিল?

ব্যাখ্যা:

প্রকৃত ক্রয়মূল্য = ৩৮০ টাকা

২৫% লাভে বিক্রয়মূল্য = ৩৮০ x ১.২৫ = ৪৭৫ টাকা

৫% ছাড়ের কারণে লিখিত বিক্রয়মূল্যের ৯৫% = ৪৭৫ টাকা

সুতরাং, লিখিত বিক্রয়মূল্য = ৪৭৫ /০.৯৫ = ৫০০ টাকা


Related Question