একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসানকরল তা ৫টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের ক্রয়মূল্য কত?
৫২
৫৪
৬০
কোনোটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসানকরল তা ৫টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের ক্রয়মূল্য কত?
ব্যাখ্যা:
১৭ টি কলমের বিক্রয়মূল্য = ১৭ - ৫ = ১২ টি কলমের ক্রয়মূল্য
অর্থাৎ এই ১২ টি কলমের ক্রয়মূল্য হবে ৭২০ টাকা
∴ ১ টি কলমের ক্রয়মূল্য হবে = ৭২০/১২ = ৬০ টাকা
Related Question
একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
৫০ টাকা
৫২ টাকা
৫৪ টাকা
৫৫ টাকা
একজন বিক্রেতা একটি শার্ট ৪৮০ টাকায় বিক্রয় করে ২০% লাভ করল? শার্টটির ক্রয়মূল্য কত?
৩৮৪ টাকা
৪০০ টাকা
৪২০ টাকা
৫৭৬ টাকা
একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
৭০.০০ টাকা
৭২.৫০ টাকা
৭৫.০০ টাকা
৭৬.৫০ টাকা
একজন বিক্রেতা একটি পণ্য ৩০% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার ১৬% লোকসান হলো। পণ্যটি ১০% মূল্য ছাড়ে বিক্রী করলে তার কত ক্ষতি বা লাভ হত?
৫% লাভ
৮% লাভ
৫% ক্ষতি
কোনোটিই নয়