কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

চাচা কাহিনী

বুলগেরিয়া ভ্রমণ

আয়না

উদাসীন পথিকের মনের কথা

ফেরারী ডায়রি


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

ব্যাখ্যা:

সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ চাচা কাহিনী।

‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত।

বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন।

সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে। সৈয়দ মুজতবা আলীর কলমে খাঁটি দেশী যাদু সেরা বিদেশী পলিশে সারাক্ষণ ঝকঝক করছে। চাচা কাহিনীর মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসিকতা বাংলা ভাষায় অন্তত আগে কখনও পড়া যায়নি।


Related Question

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

লালসালু

অনেক সূর্যের আশা

কাঁদো নদী কাঁদো

চাঁদের অমাবস্যা

নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?

চাঁদের আমবস্যা

কাঁদো নদী কাঁদো

চক্রবাক

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?

সংশপ্তক

সূর্য দীঘল বাড়ি

লালসালু

আবদুল্লাহ

কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?

চাচা কাহিনী

বরফগলা নদী

খেলারাম খেলে যা

কবি

কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?

পদ্মা মেঘনা যমুনা

কাঁদো নদী কাঁদো

ঢোঁড়াই রচিত মানস

পুতুল নাচের ইতিকথা

কোনটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি?

বাংলার মিল্টন

পদাতিকের কবি

তর্করত্ন

স্বপ্নাতুর কবি